পঞ্চবার্ষিকী পরিকল্পনা | ২০১৬ ইং সালের জুলাই থেকে ২০১৭ইং জুন পর্যন্ত |
রাস্তা ইটের সোলিং করণ। রাস্তায় মাটি ভরাট/মেরামত করা। কালর্ভাট নির্মান।
| |
২০১৭ ইং সালের জুলাই থেকে ২০১৮ ইং সালের জুন পর্যন্ত | |
রাস্তা কার্পেটিং করা। এলজিইডি এর সাথে যোগাযোগ করা। রাস্তার গাইড ওয়াল নির্মাণ। শতভাগ শিশু স্কুলে ভর্তি নিশ্চিত করা,ঝড়ে পড়া রোধ ও শিক্ষার গুণগতমান নিশ্চিত করা। হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন,চুমকি ইত্যাদি প্রদান। দরিদ্র পরিবারের তালিকা তৈরি করা।
| |
২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ ইং সালের জুন পর্যন্ত | |
রাস্তা ইটের সোলিং করণ। ড্রেন নির্মাণ। ব্রীজ নির্মাণ। স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটিকে কার্যকর করা। খাল খনন করা। কর বিষয়ক সচেতনতা বৃদ্ধি। কর পরিশোধ সাপেক্ষে ইউপির সেবা প্রদান। দুর্যোগে এাণ,ঘরের উপকরণ সরবরাহ ও ঘর তৈরীর ব্যবস্থা করা।
| |
২০১৯ সালের জুলাই থেকে ২০২০ইং সালের জুন পর্যন্ত | |
রাস্তা ইটের সোলিং করণ। ড্রেন নির্মাণ। ব্রীজ নির্মাণ। স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটিকে কার্যকর করা। খাল খনন করা। কর বিষয়ক সচেতনতা বৃদ্ধি। কর পরিশোধ সাপেক্ষে ইউপির সেবা প্রদান। মসজিদ ও মন্দির সংস্কার করা। দরিদ্র চাষীদের মাঝে কৃষি উপকরণ সরবরাহ।
| |
২০২০ সালের জুলাই থেকে - ২০২১ইং | |
রাস্তা ইটের সোলিং করণ। রাস্তায় মাটি ভরাট/মেরামত করা। কালর্ভাট নির্মান।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস