খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন কালের স্বাক্ষী বহনকারী কপোতাক্ষ তীরে গড়ে ওঠা, বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভূমি একটি ঐতিহ্যবাহী অঞ্চল ৮নং রাড়ুলী ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ৮নং রাড়ুলী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। ক) নাম- ৮নং রাড়ুলী ইউনিয়ন খ) আয়তন- ২৫.২৭ বর্গ কি: মি: গ) লোক সংখ্যা-৪০,৪২৮ জন ঘ) গ্রামের সংখ্যা-০৬ টি ঙ) মৌজার সংখ্যা-১০টি চ) হাট/বাজার সংখ্যা-০৩টি ছ) উপজেলাসদর হতে যোগাযোগ মাধ্যম- নৌকা/ভ্যান/বাইসাইকেল/মোটরসাইকেল জ) শিক্ষার হার-৬৪% প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা-০৪টি মাদ্রাসার সংখ্যা-০২টি কলেজিয়েট স্কুল-০১টি ঝ) দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যা-জনাব আব্দুল মজিদ গোলদার ঞ) গুরুত্বপূর্ন ধর্মীয় স্হান-নাই ট) ঐতিহাসিক/পর্যটন স্হান-০১টি ঠ) ইউ,পি কমপ্লেক্স ভবন স্হাপন কাল-০১-০৮-২০০৬ ইং
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস