খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন ৮নং রাড়ুলী ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদী।এই নদীটি অনেক প্রাচীন নদী। এই নদীকে কেন্দ্র করে আছে প্রায় ১০০০ হাজার পরিবার।আর এই ১০০০(এক হাজার) পরিবারের জীাবকা নির্বাহ হয়ে থাকে এই কপোতাক্ষ নদীকে কেন্দ্র করে।এই কপোতাক্ষ নদীটি একটি সুপ্রাচিনতম নদী।